Car Loan

Owning a car is not a luxury anymore, it lifts up your standard of living. To be with you in your need or in your comfort, we have introduced Car Loan with flexible processing option. Now changing your standard of life will take almost no time.

  • Fast approval
  • Financing for Brand New/Reconditioned/Used car
  • Market Competitive interest rate and fees
  • Flexible income assessment with minimum documentation
  • Maximum Loan based on repayment capacity
  • Part or full prepayment option
  • Tie up with car vendors for best choice
  • No hidden charges

Our expert pool of people always go ‘above and beyond’ for our customers. We know more about finance than just car loans and thus can suggest the best financial solutions for you.  Let us assist you to get the best deal for your favorite Brand New or Reconditioned car.

Eligibility:

  • Repayment capacity with verifiable monthly Income
  • Employed/Self-employed/ Professional / Landlord
  • Minimum 2 years’ service and 3 years’ Business experience
  • Age should be within 25-65 years

Loan Term:

Car Type Brand Maximum Loan Term
Brand New Car Toyota, Honda, Hyundai, Mercedes, BMW, Mitsubishi, Nissan, Volvo, Ford and any other reputed brands Up to 60 months
Other Brands Up to 48 months
Reconditioned Car Toyota brand (manufactured in Japan) Up to 60 months
Other brands Up to 48 months

*Loan term to be fixed as per Bangladesh Bank guideline

Maximum Loan:

  • Any amount up to 70% (including registration cost)
  • Any amount Up to 90% financing for companies subject to applicable security proposition.

Security:

  • Joint registration of car in the name of Meridian Finance and Investment Ltd. and the Client.
  • Comprehensive insurance covering full value of car
  • Any other securities such as lien on FDR/ Assignment of terminal benefits/Corporate Guarantee etc.

Required Documents:

Car related Document:

  • Original Car Quotation in the name of Meridian Finance & Investment Ltd. A/C: Client name with acceptance signature by customer

We always value your requirement. That’s why we have introduced our financing facility to purchase pre-owned Registered Car with flexible option

Eligibility:

  • Repayment capacity with verifiable monthly Income
  • Employed/Self-employed/ Professional / Landlord
  • Minimum 2 years’ service and 3 years’ Business experience
  • Age should be within 25-65 years

Loan Term:

Brand Maximum Loan Term
Toyota Brand (Manufactured in Japan) Up to 72 months
Honda, Hyundai, Mercedes, BMW, Mitsubishi, Nissan, Volvo, Kia only Up to 48 months

*Loan term to be fixed as per Bangladesh Bank guideline

Maximum Loan:

  • Up to 60% for Toyota Brand
  • Up to 50% other brands like Honda, Hyundai, Mercedes, BMW, Mitsubishi, Nissan

Security:

  • Joint registration of the vehicle in The name of Meridian finance and Investment Limited and the Client.
  • Comprehensive insurance covering full value of car
  • Any other securities such as lien on FDR, assignment of terminal benefits & corporate guarantee etc.

Required Documents:

Car related Document:

  • Original Car Quotation in the name of Meridian Finance & Investment Ltd. A/C: Client name with acceptance signature by customer

১. মেরিডিয়ান কার লোনের জন্য কারা আবেদন করতে পারবেন ?
একজন সুস্থ, পূর্ণ বয়স্ক, যে কোন পেশায় নিয়োজিত যোগ্যতা সম্পন্ন এবং নিয়মিত আয়ের উৎস আছে এমন বাংলাদেশী নাগরিক কার লোন পেতে পারেন।

২. লোনের জন্য আমার বয়স কত হতে হবে ?
লোনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ বছর থেকে ৬৫ বছর এর মধ্যে হতে হবে।

৩. লোনের জন্য কোন কোন পেশা আবশ্যক ?
সরকারী বা বেসরকারী চাকুরিজীবি, ব্যবসায়ী অথবা সেলফ এমপ্লয়েড, সকল পেশাজীবির জন্যই আমাদের কার লোন উন্মুক্ত।

৪. প্রতি মাসে কত টাকা মাসিক আয় দেখালে কার লোন পাবো ?
কত টাকা আয় দেখাতে হবে, এভাবে না বলে আমরা বলতে চাই আপনার মাসিক আয় অবশ্যই সর্বনিম্ন ৫০,০০০/- হতে হবে।

৫. আমরা স্বামী-স্ত্রী দুজনেই আয় করি, সেক্ষেত্রে দুজনের আয়ই কি সর্বমোট আয় হবে ?
যদি দুজনই আয় করেন, তবে দুইজনের আয়ই সর্বোমোট আয় হিসেবে গ্রহনযোগ্য হবে।

৬.শুধু মাত্র বাড়ী ভাড়া পাই, লোন পাবো ?
নিশ্চই, আপনি লোন পাবেন, তবে বাড়ী ভাড়া আবশ্যই মাসে ১,০০,০০০/- টাকার অধিক হতে হবে।

৭.বিদেশে কর্তরত আছি, কিন্তু পরিবার বাংলাদেশে থাকে, লোন পাবো ?
আবশ্যই লোন পাবেন, তবে সেক্ষেত্রে আপনাকে বিদেশে অবস্থান সংক্রান্ত এবং আয়ের ও দেশে টাকা পাঠানোর সকল প্রকার কাগজ পত্র দাখিল করতে হবে।

৮.সর্বোচ্চ কত বছরের জন্য লোন পাবো ?
১ (এক) বছর থেকে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের জন্য লোন প্রদান করা হয়।

৯.আমার বয়স যদি ৬২ বছর হয় তবে কত বছরের জন্য লোন পাবো ?
আপনার বয়স ৬২ বছর হলে ৩ বছর মেয়াদের জন্য লোন পাবেন, যেহেতু বয়সের সর্বোচ্চ মেয়াদ ৬৫ বছর।

১০.কি ধারনের গাড়ী কিনতে পারবো ?
ব্যক্তিগত বা পরিবারের ব্যবহারের জন্য ‘ব্রান্ড নিউ’ অথবা ‘রিকন্ডিশন গাড়ী’ কেনার জন্য লোন প্রদান করা হয়।

১১.গাড়ী কি আপনারাই ঠিক করে দিবেন ?
আপনিই ঠিক করবেন- কি গাড়ী কিনবেন, কোন শো-রুম থেকে কিনবেন- আমাদেরকে শুধুমাত্র সংশ্লিষ্ট গাড়ীর শো-রুমের কোটেশন প্রদান করবেন।

১২.গাড়ী কিনে ভাড়া দিতে পারবো ?
বাণিজ্যিক ভাবে পরিচালনার জন্য আমরা কার লোন প্রদান করি না, শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য লোন দেওয়া হয়।

১৩. গাড়ীর নির্মান কাল / মডেল (Manufacturing Year) কত হতে হবে ?
বর্তমান বছর থেকে ৫ বছরের অধিক পুরানো নির্মানকলের গাড়ীতে লোন প্রদান করা যায় না।

১৪.গাড়ীর দামের পুরো টাকাই কি লোন পাব ?
গাড়ীর মূল্য এবং রেজিষ্ট্রেশন খরচ সহ সর্বমোট মূল্যের উপর ৭০% পর্যন্ত লোন প্রদান করা হয়। ধরুন, গাড়ীর দাম ১০ লক্ষ টাকা, সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন।

১৫.গাড়ীর দামের ৭০% লোন পাবো, এটা কি সবার সবার জন্য বা সব ক্ষেত্রেই নিশ্চিত, নাকি কম-বেশী হতে পারে ?
আপনার প্রদানকৃত আয়ের তথ্য ও নথি বিশ্লেষণ পূর্বক সর্বমোট আয় থেকে সকল প্রকার ব্যয় সমন্বয় করার পর কিস্তি প্রদানের সামর্থের উপর লোনের পরিমান নির্ভর করে।

১৬. লোনের জামানত হিসেবে কি লাগবে ?
আমাদের অর্থায়নকৃত গাড়ীটি মেরিডিয়ান ফাইন্যান্স ও ঋণগ্রহীতা-যৌথ নামে বিআরটিএ কর্তৃক রেজিষ্ট্রেশন/ নিবন্ধিত হবে। এ ক্ষেত্রে এটাই মূল জামানত হিসেবে বিবেচিত হবে।

১৭. কোন ব্যক্তিগত জামানত প্রয়োজন আছে কি ?
আপনার লোনের জন্য একজন ব্যক্তিগত জামানত (Personal Guarantor) হিসেবে থাকতে হবে।

১৮. গাড়ীর বীমার প্রয়োজন আছে কি ?
অর্থায়নকৃত গাড়ীটির মোট মূল্যের উপর “কমপ্রিহেনসিভ ইন্সুরেন্স/ First Party Insurance” করতে হবে, পুরো লোনের মেয়াদের জন্য। থার্ড পার্টি ইন্সুরেন্স কখনই গ্রহনযোগ্য নয়।

১৯. লোনের জন্য কার সাথে যোগাযোগ করবো ?

  • আপনাকে আমাদের কল সেন্টারের নম্বরে (১৬৬৫৯) ফোন করার জন্য অনুরোধ করছি।
  • আমাদের রিলেশনশিপ ম্যানেজার যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করবে।
  • তারাই পরবর্তী দিক নির্দেশনা প্রদান করে সর্বাত্নক সহযোগীতা করবে।

২০. কিভাবে লোনের আবেদন করতে হবে ?
আমাদের রিলেশনশিপ ম্যানেজারগন আপনাকে সকল প্রকার নির্দেশনা ও সহযোগীতা প্রদান করবে।

২১. কখন লোনের জন্য আবেদন করবো ?
গাড়ী পছন্দ করার পর আমাদেরকে গাড়ীর কোটেশন ও সকল আয়-ব্যায় সংক্রান্ত নথি সংগ্রহের পর আবেদন করবেন।

২২. লোনের সূদের হার কত হবে ?
লোনের সূদের হার দেশের আর্থিক খাত বিশেষ করে মুদ্রাবাজারের বিদ্যমান সার্বিক তারল্য পরিস্থিতির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। এছাড়া আমাদের কল সেন্টারে (১৬৬৫৯) ফোন করেও জেনে নিতে পারেন।

২৩. লোনের পুরো মেয়াদকালে সূদের হার কি ফিক্সড থাকবে নাকি পরিবর্তন হতে পারে ?
যেহেতু মুদ্রাবাজার সর্বদা পরিবর্তনশীল, সেক্ষেত্রে অন্যান্য লোনের মত কার লোনও পরিবর্তনশীল সুদের (Variable Interest Rate) হারে প্রাদান করা হয়ে থাকে।

২৪. কার লোনে কি ধরনের ফি বা চার্জ প্রদান করতে হয় ?
আমাদের কার লোনের প্রয়োজনীয় ফি এবং চার্জ সমূহ জানতে ভিজিট করুন https://www.meridianfinancebd.com/fees-charges.php

২৫.লোনের জন্য কি কি কাগজ জমা দিতে হয় ?
আমাদের দক্ষ রিলেশনশিপ ম্যানেজারগন আপনাকে সকল প্রকার নির্দেশনা ও সহযোগীতা প্রদান করবে। এছাড়া আমাদের ওয়েব সাইট https://www.meridianfinancebd.com/car-loan/ ভিজিট করেও সকল তথ্যাদী পেতে পারেন।

২৬.কোন কোন এলাকায় কার লোন দেন ?
বর্তমানে আমরা ঢাকা, গাজীপুর, বগুড়া ও চট্টগ্রাম শাখার মাধ্যমে কার লোন প্রদান করে থাকি।

২৭. লোনের কিস্তি কিভাবে পরিশোধ করতে হয় ?
লোন নিদ্দিষ্ট মেয়াদে সম-মাসিক কিস্তি বা Equal Monthly Installment (EMI) এর মাধ্যমে পরিশোধ করতে হয়।

২৮. লোনের কিস্তি কখন থেকে শুরু হয়?
লোনের কিস্তি লোন গ্রহনের পরবর্তী মাসে থেকেই শুরু হয়।

২৯. প্রতি মাসের কিস্তির টাকা কিভাবে পাঠাবো?

  • প্রতি মাসের কিস্তি জমা দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে বা কোন ব্যংকে যাওয়ার প্রয়োজন নাই।
  • প্রতি মাসের কিস্তি ডিডিআই/Direct Debit Instruction (DDI) এর মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক একাউন্ট থেকে পাঠাতে পারবেন।
  • অথবা আমাদেরকে প্রদত্ত পোষ্ট ডেটেড চেকের (PDC) মাধ্যমে প্রদান করতে পারবেন।

৩০. লোনের মেয়াদ পুর্ণ হওয়ার পূর্বেও কিছু কিছু টাকা জমা দিয়ে কি লোন কমিয়ে ফেলা যায় ?
অবশ্যই আপনি প্রথম ৬টি কিস্তি নিয়মিত প্রদানের পর যে কোন সময় নিদ্দিষ্ট পরিমান টাকা এককালীন জমা দিয়ে লোন কমিয়ে ফেলতে পারেন।

৩১.মেয়াদ পূর্তির পূর্বেও কি লোন টাকা এককালীন পরিশোধের সুযোগ আছে ?
নিশ্চই আপনি প্রথম ৬টি কিস্তি নিয়মিত প্রদানের পর যে কোন সময় পুরো টাকা এককালীন জমা দিয়ে লোন পরিশোধ করে ফেলতে পারেন।

৩২.লোন সম্পূর্ণ পরিশোধের পর মালিকানা পরিবর্তনের নিয়ম কি ?
লোন সম্পূর্ণ পরিশোধের পর আমরা যৌথ নামের মলিকানা হতে গ্রাহকের একক নামে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সকল কাগজ-পত্রাদি প্রদানের মাধ্যমে সর্বাত্নক সহযোগীতা করে থাকি। তবে এ ক্ষেত্রে মালিকানা পরিবর্তন বাবদ বিআরটিএ কর্তৃক সকল খরচ গ্রহককেই বহন করতে হয়।