১. এস. এম. ই. (স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ) ঋণ কি? কারা এই ঋণ পায়?
ক্ষুদ্র শিল্প: ক্ষুদ্র শিল্প বলতে এমন শিল্প প্রতিষ্ঠানকে বুঝাবে যেসব প্রতিষ্ঠানের-
ক্ষুদ্র শিল্পের অন্তর্গত | জমি ও কারখানা ভবন ব্যতিত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ | শ্রমিক সংখ্যা |
উৎপাদনকারী ক্ষেত্রে | ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটির নীচে | ৩১-১২০ জন |
সেবামূলক শিল্পের ক্ষেত্রে | ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার নীচে | ১৬-৫০ জন |
ব্যবসার ক্ষেত্রে | ১০ লক্ষ-২ কোটি টাকা | ১৬-৫০ জন |
মাঝারি শিল্প: উৎপাদনকারী ব্যবসার ক্ষেত্রে মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলতে এমন শিল্প প্রতিষ্ঠানকে বুঝাবে যে সব প্রতিষ্ঠানে-
মাঝারি শিল্পের অন্তর্গত | জমি ও কারখানা ভবন ব্যতিত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ | শ্রমিক সংখ্যা |
উৎপাদনকারী ক্ষেত্রে | ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকার নীচে | ১২১-৩০০ জন |
সেবামূলক শিল্পের ক্ষেত্রে | ২ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত | ৫১-১২০ জন |
উপরোক্ত ভাবে যাদের ব্যবসায় স্থাপনা বিদ্যমান আছে তারা এস.এম.ই. এর আওতায় পড়বেন এবং এই ঋণ পেতে পারেন।
২. আমি একজন ব্যবসায়ী, ব্যবসায় প্রসারের পরিকল্পনা করছি। এজন্য কি আমি ঋণ পেতে পারি?
ঋণ পরিশোধে যোগ্যতা সম্পন্ন সকল ব্যক্তি ঋণ পেতে পারেন। এজন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ব্যবসায়িক কাগজপত্রাদি প্রদান করতে হবে।
৩. এস.এম.ই. ঋণের জন্য কি কি কাগজপত্র প্রদান করতে হবে?
সাধারণত আমরা নিম্নোক্ত কাগজপত্র চেয়ে থাকি,
- ব্যবসায়ের বৈধ ট্রেড লাইসেন্স, TIN সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র এর কপি
- দোকান / কারখানা ভাড়ার চুক্তিপত্র এর কপি
- ব্যাংক হিসাব বিবরণী
- ঋণের অর্থ কিভাবে ব্যবহৃত হবে তার বিবরণ
- ব্যবসায়ের আয় ব্যয়ের বিবরণী এবং দেনা পাওনার হিসাব
- ব্যবসায়ের মজুদ বিবরণী
- জামানত ইত্যাদি
৪. এস.এম.ই. ঋণের প্রাপ্তির জন্য কি ধরনের জামানত দিতে হবে?
এ ধরনের ঋণ প্রাপ্তির জন্য সাধারণত নিম্নের জামানত প্রয়োজন হয়,
- হাইপোথিকেশন (মজুদ পণ্য ও যন্ত্রাংশ)
- মর্টগেজ (স্থাবর সম্পত্তি)
- ব্যক্তিগত জামানত
- পরবর্তী তারিখের (Post Dated) চেক ইত্যাদি
৫. সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারি?
ঋণের পরিমান নির্ভর করবে-
- ঋণের উদ্দেশ্য
- ব্যবসায়ে প্রকৃত পক্ষে কি পরিমান টাকা প্রয়োজন
- দেনা, পাওনা ও মজুদের হিসাব
- সমসাময়িক কালের লেনদেনের হিসাব ইত্যাদির উপর
এছাড়াও ব্যবসায়ের বিগত সফলতাকে বিবেচনায় আনা হবে।
৬. এই ঋণের ক্ষেত্রে সুদ হার কত হবে?
মেরিডিয়ান ফাইন্যান্স কর্তৃক সুদের হার ধার্য হবে। এই ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক হতে পুনঃ অর্থায়ন পাওয়ার স্বাপেক্ষে সেই ঋণের উপর নির্ধারিত সুদ প্রযোজ্য হবে।
৭. এস. এম. ই. লোন এর ক্ষেত্রে কি ধরনের ঋণ পাওয়া যায়?
আমরা মেয়াদি ঋণ, যন্ত্রপাতি ইজারা, পণ্যবাহী যানবাহন ইজারা, চলতি মূলধন এর জন্য ঋণ দিয়ে থাকি।
৮. এ ঋণের মেয়াদ কত হবে?
এ ঋণের মেয়াদ সাধারণত ১২ মাস থেকে সর্বোচ্চ ৪৮ মাস পর্যন্ত হয়ে থাকে।
৯. নারী উদ্যোক্তা ঋণ কি?
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যদি কোন একমালিকানা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিলা হয় অথবা অংশীদারি বা যৌথমূলধনী ব্যবসায় এর ক্ষেত্রে যদি মালিকানার নূন্যতম ৫১% অংশ এক বা একাধিক মহিলারা থাকেন তাহলে ঐ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা বিবেচিত হবে এবং তারাই নারী উদ্যোক্তা ঋণের জন্য বিবেচিত হবেন।
১০. নারী উদ্যোক্তারা কি কি সুবিধা পায়?
অগ্রাধিকার ভিত্তিতে নারী উদ্যোক্তাদেরকে আমরা সেবা প্রদান করি। সফল নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে মেরিডিয়ান ফাইন্যান্স তার ঋণ শর্ত শিথীল ভাবে বিবেচনা করে। তাছাড়া বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা ঋণ প্রদানে উৎসাহ দেয় এবং যোগ্য নারী উদ্যোক্তাদের ঋণের বিপরীতে পুনঃঅর্থায়নে অগ্রাধিকার দেয়।
১১. খাতওয়ারী ক্ষুদ্র শিল্পের অর্ন্তভুক্তির বিবেচ্য বিষয়ঃ
- উৎপাদনশীল শিল্প – জমি ও কারখানা ভবন ব্যতিত যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মুল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকার নীচে । প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ৩১ হতে ১২০ জন ।
- সেবামুলক শিল্প – জমি ও কারখানা ভবন ব্যতিত যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মুল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার নীচে । প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ১৬ হতে ৫০ জন ।
- ব্যবসার ক্ষেত্রে – জমি ও কারখানা ভবন ব্যতিত যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মুল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা র্পযন্ত । প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ১৬ হতে ৫০ জন ।
১২. খাতওয়ারী মাঝারি শিল্পের অর্ন্তভুক্তির বিবেচ্য বিষয়ঃ
- উৎপাদনশীল শিল্প – জমি ও কারখানা ভবন ব্যতিত যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মুল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকার নীচে । প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ১২১ হতে ৩০০ জন ।
- সেবামুলক শিল্প – জমি ও কারখানা ভবন ব্যতিত যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মুল্য প্রতিস্থাপন ব্যয়সহ ২ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা র্পযন্ত । প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ৫১ হতে ১২০ জন ।